বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল অঞ্চলের বিড়ি শ্রমিকদের ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বরিশাল নগরীর গোড়াচাদ দাস রোডে অবস্থিত কাস্টমস অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভাগীয় কাষ্টমস এক্সসাইজ-ভ্যাট অফিসের কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, বরিশাল কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ হালিম, শামীম হোসেন, আনোয়ার হোসেন, হুমাউন হাওলাদার, সুমন সাহা, মনির সমদ্দার শাহিন সর্দার প্রমুখ।
বক্তারা বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি কিন্তু বিড়ি শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করে ধূমপান বন্ধ করা হলে আমাদের আপত্তি নাই। বক্তারা কাস্টমস অফিসারদের উদ্দেশ্যে বলেন, রাজস্ব ফাকি দেওয়া সকল বিড়ি বন্ধ করতে হবে, যাচাই বাচাই না করে অনলাইনে লাইসেন্স না দেওয়া, বিড়িতে ট্যাক্স কমিয়ে শ্রমিকদের মজুরী বৃদ্ধি এবং বিড়িতে আরোপিত অগ্রিম ১০শতাংশ আয়কর বাতিল করতে হবে।
মানববন্ধন শেষে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপ কমিশনার মোহাম্মদ জাকারিয়া বরাবর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply