বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম এবং শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাসদ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বাসদের ৪২তম ও মহান নভেম্বর বিপ্লবের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এই আহবান জানান ।
বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেছেন, এ স্বৈরাচারী সরকার একদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। আরেক দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে জনগণের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি করেছে।
কমরেড ফিরোজ গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম এবং শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পরে একদিকে দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে, আরেকদিকে লুটপাটকারীরা ফুলে-ফেঁপে বড় হচ্ছে। এ স্বৈরাচারী সরকার এই লুটপাট-কারীদের পাহারাদার হিসেবে কাজ করছে। তিনি এ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ও এ পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার জন্য সবাইকে আহবান জানান।
বক্তারা বরিশালে সোনারগাঁও টেক্সটাইলসহ সকল কারখানায় যুগোপযোগী বেতন স্কেল চালু করা এবং ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ অনুমোদিত বৈধ লাইসেন্স দেয়ার দাবি জানান। একইসঙ্গে বক্তারা এ স্বৈরাচারী লুটপাটের সরকারের বিরুদ্ধে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সংগঠক মাফিয়া বেগম, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজি-বাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের(প্রস্তাবিত) সদস্য রফিকুল ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের(২৩২৪) সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইজি-বাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার সংগঠক শাহীন শরীফ প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply