বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালের গৌরনদী উপজেলায় সিদ্দিকুর রহমান প্যাদা নামের নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মিলেনি। এরআগে গত ২২ নভেম্বর মালামাল বিক্রি করতে বের হয়ে বাসায় আর ফিরে আসেনি। নিখোঁজ ব্যবসায়ী উপজেলার বাটাজোর গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে। এ ঘটনায় রোববার (২৭ নভেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বেবি বেগম।
নিখোঁজ সিদ্দিকুরের স্ত্রী বেবি বেগম জানান, গত মঙ্গলবার সকাল আটটার দিকে ভ্যানবোঝাই মালামাল নিয়ে বিক্রির জন্য বাড়ি থেকে বের হন তার স্বামী সিদ্দিকুর। বিক্রি শেষে মোকাম থেকে মালামাল ক্রয় করে ওইদিন রাতে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরেননি তিনি। এমনকি সিদ্দিকুরের ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ আছে। তিনি ফিরে না আসায় পুরো পরিবারের আতঙ্ক বিরাজ করছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply