বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক নোমানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার স্লুইস গেট থেকে পুলিশ নোমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাতার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় একদল যুবক জুয়া খেলছিল। সেখানে পুলিশ পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ৪ যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে ৩ জনের সন্ধান মিললেও নোমান নিখোঁজ হন। এ ঘটনায় নোমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেঘনায় ভাসছিল যুবকের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply