বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত নগরী গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে সেবামূলক সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি। “বরিশাল নগরী পরিচ্ছন্ন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রত্যয়ে নিয়ে সংগঠনটি বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে পরিষ্কার ও পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহণ করেন। কর্মসূচীর উদ্ধোধন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল সহ সকল শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, পরিবেশকে সুন্দর রাখা প্রতিটি মানুষের অপরিহার্য দায়িত্ব। পরিবেশকে সুন্দর না রাখলে সুন্দর মানসিকতা সৃষ্টি হয় না। আমাদের চারপাশ যত সুন্দর হবে, আমাদের মন মানসিকতাও তত সুন্দর এবং উন্নত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা জীবন ও পরিবেশের জন্য একান্ত দরকার।
সংগঠনটির পরিচালক এ এস এম ইমামুল হাসান শামীম বলেন, পর্যায়েক্রমে বরিশাল নগরীর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে স্বেচ্ছায় পরিচ্ছন্ন কাজে সংগঠনটি কাজ করবে। এছাড়া সংগঠনের ফ্রি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ৫০ সদস্য স্বেচ্ছায় পরিচ্ছন্ন একটা টিম গঠন করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সংগঠনের গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, সদস্য মরিয়ম আক্তার, সুইং অপারেটর আফিজা আক্তার রিমি, মেরিনা হাসান লামিয়া, শাহরিয়ার ইসলাম তমাল, ফয়সাল আহমেদ, আবির হাসান প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply