বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারকে সোমবার (৫ ডিসেম্বর) সংবর্ধনা জানান নতুন যোগদান করা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। একইসঙ্গে বিদায়ী জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে। তিনি বিসিএস ২২ তম ব্যাচের কর্মকর্তা।
এদিকে, বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার চলতি বছরের ২৪ জুলাই মৎস্য খাতে অবদান রাখায় স্বর্ণপদক লাভ করেন। মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জাতীয় মৎস্য পদক ২০২২ এর স্বর্ণপদকে ভূষিত করা হয়। বরিশাল বিভাগের সভাপতি ও বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান ও প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিনসহ একাধিক কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জসীম উদ্দীন হায়দারকে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করা হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ২২ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২১ সালের ৩ জানুয়ারী বরিশাল জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন।
এরআগে বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনকে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ঝালকাঠি ও পটুয়াখালীতে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামকে পটুয়াখালীতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা ফারাহ্ গুল নিঝুমকে ঝালকাঠি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply