উত্তাল জনতা উত্তপ্ত রাজপথে
আমরা কেরানী কিংবা কবি, অকবি, হকার
তাতী, মেথর, ডোম, শ্রমিক সবাই অকারণ আশাবাদী ।
আমরা যেমন ভেবে আসছি
তেমনটা হয়না ওসব জনসভায় !
যাদের লুটপাটের টাকায় জনসভা
মাইক্রোফোনে তাদের কথাই বলা হয়
জনতার নয়।
বন্দোবস্ত হয় পরবর্তী লুটপাটের !
আস্থাহীন এই নির্লজ্জ সময়ে
ঢাকের কাঠি হয়ে
আর কতকাল ?
গণতন্ত্রের একদল মাতাল অনুসারী হয়ে
আমরা মিছিল করি স্লোগান দেই
অথচ সে মিছিলে আমাদের কথা নেই ।
আস্থাহীন এই নির্লজ্জ সময়ে
ঢাকের কাঠি হয়ে
আর কতকাল ?
Leave a Reply