বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালে ৯২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল জেলা পুলিশের উদ্যাগে এই সংবর্ধনা দেওয়া হয়। রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পুলিশ লাইন্সের হলরুমে পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস,এম আখতারুজ্জামান।
জেলা পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সেক্রেটারি কে.এস মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জেলা পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বরিশাল জেলায় বসবাসরত ৯২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে জেলা পুলিশ, বরিশালের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply