বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বিশ্বকাপ তুলে দেওয়ার আগে লিওনেল মেসিকে কালো রঙের আলখাল্লা পরিয়ে দিলেন কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি। আর্জেন্টাইন ফুটবল তারকা মেসিকে কেন আলখাল্লা পরালেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনায় আলোচিত হচ্ছে। জনমনে তৈরি হয়েছে কৌতুহল। এই আলখাল্লা পরানোর কারণ কী?
দীর্ঘ ৩৬ বছর পর সোনালি শিরোপা জিতে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে লে আলবিসেলেস্তেদের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা অধিনায়ক লিওনেল মেসি। যার সুবাদে নিজেও জিতেছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার গোল্ডেন বলের পুরস্কার।
অনন্য রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কোনো ফুটবলার দুইবার টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতার রেকর্ড নেই। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সেই কাজটিই করলেন এই ফুটবল কিংবদন্তি।
এরআগে দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬), রোনালদো (১৯৯৮), জিনেদিন জিদানের (২০০৬) মতো গ্রেটের হাতে উঠেছে বিশ্বকাপের গোল্ডেন বল।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টে ৭টি গোল করেছেন মেসি। এর মধ্যে ফাইনালে ফ্রান্সের বিপক্ষেই জোড়া গোল করেছেন তিনি। এছাড়া টুর্নামেন্টে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। তাতেই এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন পিএসজির এই তারকা।
কাতার বিশ্বকাপ ২০২২ খেলা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেসিদের হাতে তুলে দেওয়া হয় সোনালি রঙের বিশ্বকাপ। কাপ তুলে দেওয়ার আগে কাতারের কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি মেসিকে পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। যা সবার নজরকাড়ে। আরবি ভাষায় এই আলখাল্লাকে বলা হয় ‘বিশ্ত’। এটি ফার্সি শব্দ।
বিশ্ত। এটি একটি চাদর যা ঘাড় থেকে পা পর্যন্ত শরীরকে ঢেকে রাখে। ‘বিশ্ত’ আরব দেশের পুরুষদের সাংস্কৃতিক পোশাক। সাধারণত দুই থেকে তিন রঙের কাপড় এতে ব্যবহার করা হয়। এর মধ্যে কালো এবং সোনালি রঙও থাকে।
কাতারের আমির মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব দেশের পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক হিসেবে ব্যবহার করে। যা পোশাকের উপরে পরতে দেখা যায়।বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব, বিয়ে ও বিশেষ দিনে এই আলখাল্লা পরা আরব দেশগুলির পুরনো রীতি।
সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসর বিভিন্ন রঙের আলখাল্লা তৈরি হয় ওল দিয়ে। বংশ পরম্পরায় এই রীতি এখনও বজায় রেখেছেন আরব দেশের বাসিন্দারা। আলখাল্লাকে আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করা হয়। বাংলাদেশ কিংবা ভারতে উত্তরীয় পরিয়ে যেভাবে সম্মান জানানো হয়, তেমনই কাতারে আলখাল্লা পরিয়ে সম্মান জানানোর প্রথা আছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply