বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়ায় ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনা সূত্রে ৭ জানুয়ারি শনিবার পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ গ্রামে মেসার্স মিফতাহুল এন্টারপ্রাইজ নামক দোকানে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকায় মৃত কালামের ছেলে মাসুদ পারভেজের দোকানে গোপন মাদক কারবারের লেনদেন হচ্ছে এ থেকে অভিযান চালালে আমাদের আসার টের পেয়ে দোকানের কর্মচারী পালিয়ে যায় ঘটনাস্থানে ওই দোকানে ব্যাপক তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সাক্ষী স্বপক্ষে এই দোকান সিলগালা করে মাদক থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে বানারীপাড়া থানার এক পুলিশ কর্মকর্তা বলেন মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে আসামি পলাতক রয়েছে খুব শীঘ্রই আসামিকে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply