বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরীর কাউনিয়া খান বাড়ি সড়কের ফ্লাট বাসায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এক গৃহবধুকে মারধর করে স্বর্নালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়েছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। মারধরের শিকার গৃহবধু সুমি আক্তার (৩০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত গৃহবধু ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া খান বাড়ি সড়কের সিরাজ খানের ভবনের নিচ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে এক চক্র দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। চক্রের সদস্য সোনিয়া ও ছুমায়া নামের দুই নারী ওই ফ্লাট বাসায় থাকছেন। সোনিয়া ও ছুমায়ার একাধিক নাম রয়েছে। টুম্পা ও টিনা নামেও তারা পরিচিত। বিভিন্ন লোক আত্নীয়তার পরিচয়ে ওই ফ্লাট বাসায় আসা যাওয়া করার অভিযোগ উঠেছে। বিশেষ করে বাচ্ছু নামের এক টাইলস ব্যবসায়ী এই চক্রের সঙ্গে গভীর সখ্যতা ও ফ্লাটে নিয়মিত আসা যাওয়ার বিষয়টি ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের দৃষ্টিগোচর হয়।
সূত্র জানায়, সিএন্ডবি রোডের এক ব্যবসায়ী সেখানে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ব্যবসায়ীর স্ত্রী সুমি আক্তার চক্রের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করেন। একপর্যায়ে ভবন মালিককে অবহিত করলে চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে (১৮ জানুয়ারি) ব্যবসায়ীর স্ত্রীকে একা পেয়ে তার বাসায় ঢুকে বেধম মারধর করে। এসময় চক্রের সদস্য সোনিয়া ও ছুমায়া ওই গৃহবধুর চেইন ও বাসায় থাকা নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়।
আহত গৃহবধু সুমি আক্তার বলেন, ওদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় একা পেয়ে বাসায় ঢুকে সোনিয়া, ছুমায়া আমাকে লাথি, কিল ও ঘুষি দেয়। এতে আমি অসুস্থ হয়ে পড়ি। তারা মারধরের পাশাপাশি আমার গলাই থাকা স্বর্নের চেইন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
গৃহবধুর স্বামী বলেন, ওই বাসায় বাচ্চু নামের এক ব্যক্তি নিয়মিত আসা যাওয়া করে। শহীদ মিনারের সামনে অবস্থিত টাইলসের দোকান আছে বাচ্চুর। টাইলস দোকানীর যোগশাজসে ফ্লাটে চলে দেহব্যবসা। ফ্লাটের ভাড়াটিয়া সোনিয়া-ছুমায়া সম্পর্কে নাকি ধর্মের বোন হয় তার। তাদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় আমার স্ত্রীকে একা পেয়ে চক্রের সদস্যরা মারধর করেছে।
এ প্রসঙ্গে টাইলস ব্যবসায়ী বাচ্ছু ওই ফ্লাট বাসায় আসা যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আমার সম্পর্কে টুম্পা ও টিনা বোন হয়। কেমন বোন হয় এ প্রশ্নে বলেন, আমার মামাতো বোন হয়। কেমন মামাতো বোন আপন নাকি ধর্মের এরকম প্রশ্নে বলেন, আপন নয়। তাহলে কি ধর্মের বোন এ প্রশ্নে চুপ থাকেন বাচ্চু। গৃহবধুকে মারধরের প্রসঙ্গে বলেন, মারধর করা হয়নি, কথার কাটাকাটি হয়েছে।
সোনিয়া ও ছুমায়াদের অসামাজিক কার্যকলাপ প্রসঙ্গে ভবন মালিক সেলফোনে বলেন, আমরা স্বামী-স্ত্রী চাকুরীতে ব্যস্ত থাকি। এসবতো জানিনা। তবে এরকম ভাড়াটিয়া আমাদের দরকার নেই। ওদেরকে বাসা ছেড়ে দিতে বলব।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply