বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল জেলার উজিরপুর উপজেলার দোসতিনা গ্রামে এক ভিক্ষুকের সম্পত্তি আত্মসাতের পায়ঁতারা করে আসছে স্থানীয় এক ভূমিদস্যু চক্র। চক্রের সদস্য লালন হাওলাদার, মুদী দোকানী ছিদ্দিক হাওলাদারের বিরুদ্ধে এলাকায় রয়েছে অন্তহীন অভিযোগ। বিশেষ করে দোকানী ছিদ্দিক হাওলাদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন স্থানীয় নারী-পুরুষ। তারা বলছেন, এই ছিদ্দিক নারীদের প্রতিনিয়ত উত্যক্ত করে আসছে। এমনকি ভিক্ষুক বৃদ্ধাকে উদ্দেশ্যে করে অসামাজিক অঙ্গভঙ্গি করে আসছে।
ভিক্ষুক বৃদ্ধা বলেন, আমাকে উদ্দেশ্যে করে প্রায় সময়ই দোকানদার ছিদ্দিক অশালীন অঙ্গভঙ্গ করে বলে তুই জমি খাইতে চাও, আমি তোর ইজ্জত লুটে নিব।
ভিক্ষুকের ছেলে শহিদ হাওলাদার বলেন, আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার পায়ঁতারা করে আসছে ভূমিদস্যুরা। চক্রের সদস্য ছিদ্দিক আমার মাকে উদ্দেশ্যে করে খারাপ খারাপ অসামাজিক কথা বলে হুমকি দিয়ে আসছে।
এসব অভিযোগ অস্বীকার করে ভূমিদস্যু চক্রের সদস্য দোকানী ছিদ্দিক হাওলাদার বলেন, আমার বিরুদ্ধ এরকম অভিযোগ মিথ্যা।
চক্রের অপর সদস্য লালনকে সেলফোনে এ বিষয়ে জানতেই চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি, পরে আপনার সাথে কথা বলব।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply