বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম,গৌরনদী : প্রকাশিত সংবাদের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ্ব মো. জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহসাধারণ সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপন ও সাংবাদিক কাজী রনিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply