বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সড়কের গুচ্ছ গ্রাম সংলগ্ন রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের করুণ আর্তনাদ চলছে। এতিমখানার শতাধিক এতিম শিশু অমানবিক জীবন যাপন করছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল ইসলাম ফিরোজী এই এতিম শিশুদের শিক্ষার উপকরণ, খাদ্য ও বস্ত্রের চিন্তায় অনেকটা হতাশ হয়ে পড়ছেন। মাদ্রাসার পরিচালক ফিরোজী অশ্রুসিক্ত কন্ঠে বলেন, দীর্ঘসময়ব্যাপী কষ্টের পরে কয়েক বছর আগে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি স্যারের কারণে একটু মাথা গোজার ঠাই হয়েছে। তবে যে টাকা পেয়েছি সেসব কাজের পিছনে আরো আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ভবনের সব কাজ শেষ হয়নি।
মাদ্রাসা পরিচালক ফিরোজী বলেন, এতিম শিশুদের দেখভাল করার জন্য নিজের পৈত্তিক সম্পত্তি বিক্রি করে ২০১৬ সালে বরিশালের পলাশপুর এলাকায় একটি ছোট ঘর ভাড়া করে প্রায় ৩০ জন এতিম শিশুদের নিয়ে মাদ্রাসা চালু করি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ফিরোজী বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে এতিমদের সহযোগিতায় অনেকে এগিয়ে আসছেন না। কিভাবে এতিম শিশুদের শিক্ষা, খাদ্য, বস্ত্রের ব্যবস্থা করব এটা নিয়ে আমি বেশ চিন্তিত।
পরিশেষে-এতিমখানা চালু রাখাসহ এতিম শিশুদের আনন্দের হাসি ফোটাতে দেশ-বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী।
#সাহায্য পাঠানোর ঠিকানা +৮৮০১৯২৪৬১২৯১৮ (বিকাশ পার্সোনাল)।
#পলাশপুর রহমানিয়া এতিমখানার এ্যাকাউন্ট, আল–আরাফাহ ইসলামী ব্যাংক ০১০১১২০১২৬৪৫৪
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply