বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বাবুগঞ্জের রাজনীতিবিদ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো: আওলাদ হোসেনের সুনামক্ষুন্ন করতে স্থানীয় এক কুচক্রিমহল নানা কায়দায় অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে আসার অভিযোগ উঠেছে। মূলত: বাবুগঞ্জে ক্লীন ইমেজের রাজনীতিবিদ এই ব্যবসায়ী আওলাদ হোসেন এর তীল তীল করে গড়ে তোলা ইমেজে ইর্শান্বিত হয়ে এলাকায় বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িত চক্রটি অর্থনৈতিকভাবে ফাঁয়দা হাসিলের জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
স্থানীয়রা বলছেন, রহমতপুরসহ পুরো বাবুগঞ্জে দলমত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের কাছে জনপ্রিয় রাজনীতিবিদ আওলাদ হোসেন এর মানহানি করা হচ্ছে।
এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষ বলছেন, এরকম একজন জনপ্রিয় রাজনীতিবিদ আওলাদ হোসেন এর বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। সাধারন জনগণ বলছেন, আওলাদ হোসেন মানুষের বিপদে আপদে সকলের আগে ঝাঁপিয়ে পড়েন। গরীব-অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাধ্যমতে সেবা করে যাচ্ছেন। তার রাজনীতি মানুষের কল্যানের রাজনীতি। এক্ষেত্রে তিনি দলমতের উর্দ্ধে। তিনি সাধারন মানুষের আপনজন হিসেবে পরিচিত।
স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানান, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন কায়দায় অপপ্রচার করে আসছে যে, আওলাদ হোসেন এক মানসিক রোগীর সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করেছে। প্রকৃতপক্ষে রহমতপুরে আওলাদ হোসেনের নিজ সম্পত্তিতে তিনি দীর্ঘ এক যুগ আগে ভবন নির্মাণ করেছেন। সেখানে কারো সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করা হয়নি। এটা স্রেফ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আর মানসিক রোগী হিসেবে যার কথা বলা হচ্ছে-মূলত: তাকে ঢাল হিসেবে ব্যবহার করে কুচক্রিমহলটি অর্থনৈতিক ফাঁয়দা লোটাসহ স্বনামধন্য রাজনীতিবিদ আওলাদ হোসেন এর সুনামক্ষুন্ন করার পাঁয়তারা করে আসছে।
রহমতপুর ও আশপাশে সরেজমিনে একাধিক ব্যক্তির ভাষ্য,ব্যবসায়ী ও রাজনীতিবিদ আওলাদ হোসেন এক সৎ মানুষ। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণিত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্রটি। তিনি অত্যন্ত সুনামের সাথে এলাকার সামাজিক কর্মকাণ্ডে সম্পূক্ত থেকে মানুষের জন্য কাজ করে আসছেন। একটি মহল তার উত্তরোত্তর সুনামে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অপপ্রচারকারী তথ্য সন্ত্রাসীদের চিহৃিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply