বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
বাউফল, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বাউফলের মদনপুরা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি দাবীদার আবুল কালাম আজাদ কর্তৃক বাদী হারুন মৃধাকে আটকে রেখে মামলা তুলে নেওয়ার হুমকি ও মাইকিং করে মানহানিমুলক কটুক্তি করার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবুল কালাম আজাদ মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়ে তার মেয়ে ও জামাইকে নিয়োগ দিয়েছে। এবং ১০ জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১০ লক্ষ টাকা করে হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। যার ফলে আদালত উক্ত কমিটির কার্যকারিতা স্থগিত করেন। বর্তমানে এই দুটি বিদ্যালয় এর অনেক কোটা খালি হয়েছে।
কমিটির কার্যকারিতা স্থগিত থাকার কারণে এই শুন্য কোঠায় কোন লোক নিতে পারতেছে না এবং হন্যে হয়ে লেগেছে এই কালাম বাদীর বিরুদ্ধে। তিনি জনগণকে হয়রানির উদ্দেশ্যে এই আদালতের নিষেধাজ্ঞা থাকতেও নিজে সভাপতির কার্ড ছাপিয়ে স্পোর্টস অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে বাদিকে আটকে রেখে অন্য বাদীকে মানহানিমূলক গালিগালাজ ও কটুক্তি করে মাইকিং করে। এ অবস্থায় সকল বাদীর মানহানি হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভাষ্য, এই কালামের বিরুদ্ধে এলাকায় অন্তহীন অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতি-অনিয়মের ফিরিস্তি রচনা করে চলছে। বার বার দুর্নীতি-অনিয়মের জন্ম দিয়েও অদৃশ্য শক্তিকে পাড় পেয়ে যাচ্ছে। এ কারণে এলাকার সচেতন মহল তার বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ। এবং নিরবে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এজন্য তারা কালামের লাগাম টেনে ধরতে শিক্ষা মন্ত্রণালয়সহ আইন শৃঙ্খলা বাহিনী আশু দৃষ্টি কামনা করেছেন।
মামলার আরেক বাদী মোঃ সাহিন মৃধা জানান, কালাম চাচ্ছে নীল নকশার মাধ্যমে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে মামলা যাতে বাদীরা তুলে নিতে বাধ্য হয়। আর মামলাগুলো বাদীক দিয়ে উত্তোলন করতে পারলেই কালাম আবার পূণরায় শূন্য কোঠায লোক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিবে। তার অপকর্ম ধামাচাপা দিতে এরকম নানাবিধ ষড়যন্ত্রের কলকাঠি নেড়ে চলছে বহুল বিতর্কিত আবুল কালাম আজাদ।
এদিকে, মামলার বাদীদ্বয় এলাকায় বিভিন্ন অন্যায় অনিয়মে বহুল বিতর্কিত আবুল কালাম আজাদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এক্ষেত্রে মামলার বাদীপক্ষরাসহ এলাকার শান্তিপ্রিয় মানুষ নানা অপকর্মের হোতা দুর্নীতিবাজ আবুল কালাম আজাদ এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply