বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর, বাউফল : বাউফলের মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সোমবার (২৭ মার্চ) সকালে স্থানীয় এক সাংবাদিককে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকের নাম মো: মনিরুল ইসলাম শাহিন।
খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে এলাকায় রয়েছে অভিযোগ পাহাড়। ব্যাপক অনিয়ম ও সীমাহীন দুর্নীতির কারণে পরিষদের সদস্যসহ ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে।
এদিকে সাংবাদিক মনিরুল ইসলাম শাহিন ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হঠাৎ চেয়ারম্যান গোলাম মোস্তফা আমার ব্যক্তিগত সেলফোনে ফোন দিয়ে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় মাতালের মতো গালাগাল করেন। এবং আমাকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া চেয়ারম্যানের সহকারী গৌতমও সেলফোনে হুমকি দিয়েছে। চেয়ারম্যান গোলাম মোস্তফা যেকোন সময় আমার এবং আমার পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী শীর্ষ পর্যায়ের আশু দৃষ্টি কামনা করছি।
চেয়ারম্যান গোলাম মোস্তফা ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি শাহিনকে হুমকি দিয়েছি এ কথাটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। ‘ও’ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply