বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর রিপোর্ট, বরিশাল : বরিশাল নগরীর রূপাতলী এলাকায় প্রেমের সম্পর্কে বিয়ের সাত মাসের মাথায় ছাদ থেকে ফেলে কিশোরী বধূকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীর নাম রাকিব হোসেন। পেশায় অটোরিকশাচালক, রুপাতলী ভাসানী সড়কের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে রুপাতলী হাউজিং এলাকার ২২ নং সড়কের সারা-জারা ভবনের সামনে থেকে কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন জান্নাতুল আক্তার ফেরদৌসী (১৪) সপ্তম শ্রেণির ছাত্রী। তার স্বামী রিপন হাওলাদার অটোরিকশা চালক। রিপন ওই এলাকায় মা-বাবা ও বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।
কিশোরী বধূকে উদ্ধার করা ওই ভবনের প্রতিবেশি মো. নিজাম বলেন, আমি নামাজ পড়তে বের হব। হঠাৎ করে উপর থেকে কিছু পড়ার শব্দ শুনতে পাই। পরে দেখি ভবনের সামনে রাস্তায় কিছু পড়ে আছে। চিৎকার শুনে কাছে গিয়ে দেখি অজ্ঞান অবস্থায় পড়ে আছে এক কিশোরী। সঙ্গে সঙ্গে ৯৯৯ – এ কল করে অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে পাঠিয়ে দিই।
ফেরদৌসীর মা নূপুর বেগম ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সাত মাস আগে প্রেমের সম্পর্কে পালিয়ে দুইজন বিয়ে করে। এরপর রিপনের বাসায় ছিল ফেরদৌসী। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকে ৫ লাখ টাকা এবং কাঠের আসবাবপত্রের দাবি করে রিপন। তা দিতে না পারায় রিপন, তার মা ও বোন ফেরদৌসীকে নির্যাতন করে আসছিল।’
তিনি বলেন, ‘আমাদের পক্ষে যৌতুক দেওয়া সম্ভব ছিল না। কারণ ফেরদৌসীর বাবা দিনমজুর। তিনবেলা খাবার খেতেই সমস্যায় পড়তে হয়। সেখানে নগদ টাকা, বাসার ফার্নিচার দেওয়া কোনভাবেই সম্ভব না। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ফেরদৌসীকে নিয়ে পাশের বহুতল ভবনে যায় রিপন। হত্যার উদ্দেশ্যে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় রিপন। স্থানীয়রা শব্দ পেয়ে ফেরদৌসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
পাঁচতলা সারা-জারা ভবনের মালিক স্বপন সরদার জানিয়ে তার ছেলে মেহেদি বলেন, মেয়েটি কীভাবে এখানে এলো বা কয়তলা ছাদ থেকে তাকে ফেলা হয়েছে তার কিছুই বলতে পারছি না।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুর বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসেন বলেন, ওপর থেকে পড়ে যাওয়ায় দুই পা ভেঙে হাড় বের হয়ে গিয়েছে। এছাড়াও মাথায় আঘাত পেয়েছে মেয়েটি। পা ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালের মহিলা অর্থপেডিক্স ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। তার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসকরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply