বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বরিশাল : স্বাধীনতার ৫৩ বছরের শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষ ভাত কাপড়ের অধিকার পায়নি। এমনকি তারা সংগঠন করার অধিকার পর্যন্ত পায়নি। ধনি-বণিক-শোষক শ্রেণীর দল ছলেবলে কলে-কৌশলে ক্ষুধার্ত মানুষের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করেছে। এর বিরুদ্ধে মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। মহান স্বাধীনতা দিবস (২০২৩) যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন এবং দর্জি শ্রমিক সংগ্রাম কমিটির আহবানে আয়োজিত এক গণজমায়েত নেতৃবৃন্দ এসব কথা বলেন।
শ্রমিক নেতা অ্যাড একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জেকে মুকুল, মো: আলম খান, তুষার সেন, মোঃ রনি তালুকদার, মোঃ সিকান্দার শিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ঘুষ, দুর্নীতি, ভোট ডাকাতির মূল কারণ সাম্রাজ্যবাদ নির্ভরতা। তাই মজুরি বৃদ্ধির সংগ্রাম, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মানুষ যুদ্ধ চায়না, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে বরিশাল শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্জনের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।
এদিকে, মহান স্বাধীনতা দিবস (২০২৩) যথাযোগ্য মর্যাদায় পালনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির উদ্যোগে শ্রমিক কর্মচারীদের দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply