বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বত্তরা। সিঁদ কেটে ঘরের ভিতরে ঢুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬০) ও নাতনী হাবিবাকে (১৩) ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। হামলার সময় তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে কি কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি। পুলিশ সিয়াম হোসেন (১৭) নামের একজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। তার বাবার নাম আল মামুন।
এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনার কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply