বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : প্রয়াত হলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের অন্যতম পথিকৃত প্রবীর ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুখে ভুগছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা (৭ এপ্রিল) দমদমে দেবীনিবাস রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একটি দাতব্য প্রতিষ্ঠানে তাঁর দেহটি দান করা হবে।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ কুসংস্কার বিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি দশকের পর দশক জুড়ে অলৌকিক শক্তির প্রয়োগের নামে মানুষকে প্রতারণার চেষ্টাকে যুক্তিবাদ দিয়ে খণ্ডন করার চেষ্টা করে গেছেন । সারাজীবনে অসংখ্য স্বষোষিত গডম্যানের মুখোশ খুলে দিয়েছিলেন। তাঁর মৃত্যু কার্যতই একটি যুগাবসান।
১৯৪৫ সালের ১ মার্চ অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর। শৈশব কেটেছে পুরুলিয়ার আদ্রায়। পরে বাবার কর্মসূত্রে প্রথমে খড়্গপুর, তার পরে দমদমে চলে আসেন তিনি। দমদমের মতিঝিল কলেজ থেকে স্নাতক হন প্রবীর। কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ছাত্রজীবন থেকে পত্রিকা প্রকাশ করতেন তিনি। যুক্তিবাদী সমিতির কাজে পুরোদমে অংশগ্রহণ করতে ১৯৯৯ সালে ব্যাঙ্কের চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন তিনি। কখনও মাদার টেরেজ়ার ‘অতীন্দ্রিয় ক্ষমতা’ ফাঁস করে দেওয়ার কথা বলে, কখনও আবার বালক ব্রহ্মচারীর মিথ্যাচার নিয়ে সরব হয়ে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন প্রবীর। তবে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের অবস্থান থেকে সরেননি তিনি। এখনও কোনও জায়গায় ভৌতিক ঘটনার খবর এলে, তা যাচাই করতে ছুটে যায় প্রবীরের যুক্তিবাদী সমিতি। কোন কারণে সাধারণ ঘটনাকে অলৌকিক মনে হয়, তা-ও হাতেকলমে বুঝিয়ে দেন তাঁরা।

প্রয়াত হলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের অন্যতম পথিকৃত প্রবীর ঘোষ।

সারা জীবন সরব হয়েছিলেন অলৌকিকতার ভান করা প্রতারকদের বিরুদ্ধে। অলৌকিক শক্তির প্রমাণ দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। এরপর বেশ কিছু বুজরুকের প্রতারণা হাতেনাতে ধরে ফেলে রীতিমতো শোরগোল ফেলে দেন। তাঁর লেখা বইয়ের মধ্য়ে সবচেয়ে বিখ্যাত ‘অলৌকিক নয় লৌকিক’ (৫ খণ্ডে সমাপ্ত), পিংকি ও অলৌকিক বাবা, অলৌকিক রহস্য জালে পিংকি’, সংস্কৃতি: সংঘর্ষ ও নির্মাণ, জ্যোতিষীর কফিনে শেষ পেরেক, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, ধর্ম-সেবা-সম্মোহন, কাশ্মীর সমস্যা: এক ঐতিহাসিক দলিল, ‘যুক্তিবাদীর চোখে গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি’।
প্রবীর ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মণীশ রায় চৌধুরী বলেন, “একজন মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু যুক্তিবাদী আদর্শের কখনও মৃত্যু হয় না। ‘অলৌকিক নয়, লৌকিক’ সিরিজ-সহ বহু বই যুক্তিবাদী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিটি মানুষ, যাঁরা যুক্তিমনস্ক হওয়ার প্রচেষ্টায় এই সব বই হাতে তুলে নেবেন, নিজের চিন্তা-চেতনাকে উন্নত করে যুক্তিবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, তখনই তাঁদের মধ্যে প্রবীর ঘোষ বেঁচে থাকবেন।” বঙ্গবাসী কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সুনন্দ পাত্র স্মৃতিচারণ করে বলেন, “সম্মোহন যে আসলে একটা বুজরুকি, তা ভরা সভায় হাতেকলমে প্রমাণ করার লোক বাংলায় খুব কম ছিল। প্রবীর ঘোষ তাঁদের মধ্যে অন্যতম।”
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply