বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : প্রয়াত হলেন ঐক্য ন্যাপের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা পঙ্কজ ভট্টাচার্য (৮৩)। রোববার রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। এছাড়া তিনি পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির অধিকার সহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন।
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক।
১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৭ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।
পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। অল্প বয়সে কৃতী ফুটবলার ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। লেখালেখি ও সংস্কৃতিচর্চায় বরাবর তাঁর আগ্রহ ছিল।
ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃত্তি দিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা জানান। বলেছেন, জননেতা পঙ্কজ ভট্টাচার্য এদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। এছাড়াও তিনি পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির অধিকার সহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply