বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে মেয়র প্রার্থীরা। এবারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নতুনমুখ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত)। ক্লীন ইমেজের ভদ্র ও বিনয়ী এই ব্যক্তিকে নৌকার টিকিট দেওয়ার পর থেকে বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে।
সাধারন মানুষও আ’লীগের নতুন মেয়র প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীরা খোকন সেরনিয়াবাতকে নৌকার মনোনয়ন দেওয়ায় বেজায় খুশি। তাঁকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন নেতাকর্মীরা।
এরবাইরে জাতীয় পার্টির (জাপা) প্রকৌশলী ইকবাল হোসেন তাপসও নির্বাচনী প্রচারণার লক্ষে কর্মীদের নিয়ে বৈঠক করে চলছেন। প্রার্থীর নাম ঘোষণা করে নিরবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে স্থানীয় বিএনপিও রয়েছেন নিরব অবস্থানে।
আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলছেন, নগরবাসী তাকে এরইমধ্যে যেভাবে গ্রহণ করেছে তাতে বিজয় নিয়ে তিনি শতভাগ আশাবাদী। মেয়র নির্বাচিত হতে পারলে বরিশালকে তিলোত্তমা নগরী গড়ে তােলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে বরিশাল শহরে প্রতিদিনই নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। এবং নির্বাচন কমিশনের বিধি নিষেধের কারণে বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় নেতা কর্মীদের প্রতি শহরে নির্মাণ করা তোরণ, টাঙানো ব্যানার-ফেস্টুন অপসারনের অনুরোধ জানিয়েছেন তিনি।
নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) সঙ্গে তাঁর সহধর্মিনী লুনা আব্দুল্লাহও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি এরই মধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply