বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, বরিশাল মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন, বরিশাল জেলা বস্তিবাসী ইউনিয়ন, সিটি ফল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর প্রেস শ্রমিক ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, বরিশাল জেলা সংসদের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) সকাল ৯টায় ফলপট্টি রোডে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা মোঃ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ জমায়েতে বক্তৃতা করেন বক্তৃতা করেন বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, এ্যাড. হিরণ কুমার দাস মিঠু, সাইফুর রহমান মিরণ, আলাউদ্দিন মোল্লা, জে কে মুকুল, স্বপন দত্ত, আকতার রহমান সপ্রু, আবু সাঈদ, তুষার সেন, পুষ্প চক্রবর্তী, আবুল হাসেম, নূর হোসেন হাওলাদার, আবুল বাসার আকন, সোহেল রানা, জোছনা বেগম ও কবি অপূর্ব গৌতম। গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী, বরিশাল জেলা সংসদ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৫,০০০ টাকা নির্ধারণ, ৮ ঘন্টা শ্রম সময় কার্যকারী কর এবং অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দিতে হবে। মে দিবসে সরকারী বেসরকারী সমস্ত অফিস আদালত, কলকারখানা, দোকান পাট, শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বাঁশখালী, রানা প্লাজা, তাজরিন গার্মেন্টস সহ সকল শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং আইএলও কনভেনশনের ১২১ অনুচ্ছেদ অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের ক্ষতি পূরণ দিতে হবে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত করতে হবে এবং ষাটোর্ধ শ্রমিক কর্মচারীদের কিস্তি জমা ছাড়া পেনশন দিতে হবে। ২০১৮ সালের গেজেট অনুযায়ী দর্জি শ্রমিকদের পাঁচ বছরের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। সকল শ্রমিকের চাকরি ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাধাহীন ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বুক দিতে হবে। চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। অবিলম্বে চাল-ডাল-গ্যাস-বিদ্যুৎ-বাসাভাড়া সহ দ্রব্যমূল্য কমাতে হবে। ঘুষ-দুর্নীতি-শিল্পে অব্যবস্থাপনা দূর করতে হবে। শিল্প কারখানায় যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের ন্যায় শ্রমজীবী মানুষের জন্য বীমা সুবিধা প্রদান করতে হবে। শ্রম আইনের সংশোধন পূর্বক প্রগতিশীল শ্রম আইন প্রণয়ন করতে হবে। ইমারত সহ দিন মজুরদের সারা বছরের কাজ নিশ্চিত করতে হবে।
শ্রমিক আন্দোলনে সকল প্রকার সুবিধাবাদ, দলীয় সংকীর্ণতা পরিহার করে যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। গণজমায়েত শেষে লাল পতাকা শোভিত বিশাল একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফলপট্টির মাড়ে এসে শেষ হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply