বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : সিনিয়র সাংবাদিক এসএবি সালাউদ্দিন আহমেদ (৬৩) এর মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৫ মে, ২০২৩) বাদ জুমা বরিশাল নগরীর বাইতুল মামুর জামে মসজিদ মাঠে মরদেহের নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
সাংবাদিক সালাউদ্দিন আহমেদ’র জানাজায় বরিশাল সিটি কর্পােরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ আলতাফ মাহমুদ সিকদার, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এবং ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর একেএম জাহিদুল কবির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এছাড়াও তাঁর নামাজে জানাজায় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল নগরীর পুরাতন পাসপোর্ট গলি নিবাসী সিনিয়র সাংবাদিক এসএবি সালাউদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (০৪ মে) দিবাগত রাত পৌণে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষি ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, এসএবি সালাউদ্দিন আহমেদ ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে একই বিষয়ে তিনি অনার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বরিশাল থেকে শুভ সকালের বার্তা নামক একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি একটি এনজিও প্রতিষ্ঠার জন্য আমৃত চেষ্টা করে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন।
এদিকে, সাংবাদিক এসএবি সালাউদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন মহল। গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ফোর ডটকম এর পরিবারবর্গ এবং দৈনিক পল্লী জনপদ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আফছার উদ্দিন মৃধা। এছাড়া বরিশাল কোতয়ালী থানা প্রেসক্লাবের সভাপতি মনবীর সোহান ও সাধারণ সম্পাদক সুমন দাস।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply