বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আব্দুল আউয়াল, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়ায় এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আলতা গ্রামের মৃত্যু আলম বেপারীর ছেলে তাইজুল ইসলামকে আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯ নং ওয়ার্ড নরেরকাঠি গ্রামের মেম্বর বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদারের ছেলে জুতার ব্যবসায়ী পলাশ হাওলাদারকে মারধর করে তার কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
লিখিত অভিযোগে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফাইজুল হক ব্রীজ সংলঘ্ন পাকা রাস্তায় তাইজুল ও অজ্ঞাত ৪/৫ জন পলাশের পথরোধ করে এবং চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাইজুল ও সাথে থাকা ঐ ৪/৫ জন লোক পলাশকে এলোপাথারী মারধর করে। এবং সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পলাশ বানারীপাড়া বাজারের রহমানিয়া এন্টারপ্রাইজ এর একজন প্রতিষ্ঠিত জুতার পাইকারী ব্যবসায়ী। সে বানারীপাড়া, স্বরুপকাঠি, কাউখালী উজিরপুর, কুড়িয়ানা, নরেরকাঠী, হারতা বাজারে জুতা পাইকারী হোল সেল করে। তারইধারাবাহিকতায় শুক্রবর স্বরুপকাঠী, কুড়িয়ানা বাজারে মালের টাকা নিয়ে নরেরকাঠী নিজ বাড়িতে আসতেছিল। সংবাদ পেয়ে পূর্ব পরিকল্পতিভাবে পলাশের গতিরোধ করে তার সর্বস্ব ছিনতাই করে নিয়ে যায়। পলাশের অবস্থা গুরুতর হওয়ায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয় বানারীপাড়া থানার ওসি তদন্ত মুমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply