বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বাইপাসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার (৬ মে) সকালে বখাটে যুবকের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন। অভিযুক্তের নাম মো. সাকিব হোসেন (২২) । তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনীকাঠি গ্রামের মো. নুরু হোসেনের ছেলে।
সূত্র বলছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতো ওই যুবক। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে স্কুলছাত্রী তার আরেক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই যুবক তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
পুলিশ বলছে, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply