বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক নেতা নারায়ণ চন্দ্র দে নারুর বিরুদ্ধে মন্দিরের জমি দাবি করে বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নগরীর ৮ নং ওয়ার্ডের স্ব রোড ভাটিখানা রাস্তার মুখে আজ সোমবার (৮ মে) দুপুরে ঘটনাটি ঘটে।
অরুণ গোস্বামী দাবি করে জানান, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জমি দাবি করে নারায়ণ চন্দ্র নারুর নেতৃত্বে মিঠুন গোস্বামী, অমিতাভ গোস্বামীসহ ১০/১৫ জন মিলে বসত ঘরের দেওয়াল ভাঙচুর করেন।
এসময় রেনু খনা গোস্বামী (৭২) স্বর্ণা চক্রবর্তী (২৬) অলিমা (৪০)পূর্ণীমা গোস্বামী (৩০) প্রতিবাদ করায় তাদের উপর হামলা করেছে।
মারধরের বিষয় থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পরে পূর্ণীমা গোস্বামীকে ফের মারধর করে দখল সন্ত্রাসীরা। তারা ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণলংকার, পয়ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ১৯৯৪ সাল থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জমি নিয়ে আমাদের সাথে বরিশাল কোর্টে মামলা চলমান আছে। কিন্তু কোর্ট থেকে কোনো রায় না নিয়ে জোর করে নারায়ণ চন্দ্র নারু বাবু কিশোর বয়সী ছেলেদের নিয়ে জমি জবর দখল করতে আসেন।
নারায়ণ চন্দ্র নারু বলেন, আমরা দুপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জমিতে স্টলের কাজ করার জন্য একটি বাউন্ডারির দেওয়াল ভাংঙ্গা হয়েছে। বাউন্ডারির দেওয়ালটা আমাদের ছিলো।কিন্তু অরুণ গোস্বামী নিজেদের দাবি করে বাধা দেয়। এসময় আমাদের মন্দির কমিটির সাথে কথার কাটাকাটি হয়, কোনো মারধরের ঘটনা ঘটে নায়।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার এস এই আরাফাত হাসান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় পক্ষ থানায় আসছিলো পরবর্তীতে কোর্টে মামলা চলমান থাকায় আমার দুপক্ষকে কোর্ট রায় না দেওয়া পর্যন্ত কেউ আইন অমান্য না করে তার জন্য স্ব স্ব স্থানাে থাকার জন্য বলে আসছি।তিনি আরও বলেন, যে দেওয়াল ভাংচুর করে মন্দিরে বাউন্ডারির কাজ করছে তা বন্ধ করতে হলে কোর্টের আদেশ দিলে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply