বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

Welcome! Thank you for visiting our newspaper website.
প্রধান সংবাদ :
গৌরনদীতে সম্পত্তি দখলের পাঁয়তারায় চলাচলের রাস্তা কেটে ফেলে নরসুন্দরকে নির্যাতন মানুষ মদিনার ইসলামে বিশ্বাসী, ‘মওদুদীর ইসলামে’ নয় : সালাহউদ্দিন আহমেদ কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন পিএস নূরউদ্দিন অপু বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বানারীপাড়ায় অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই বরিশালে এখন সাংবাদিকতা মানে চা আর কমিশন! ট্রাম্পের ভাষণের সময় ইসরায়েলের পার্লামেন্টে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি তুলেছেন এমপি আইমান ও কাসিফ দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন তারেক রহমান বরিশাল মৎস্যজীবী দলের সভাপতি রুস্তম আলী মল্লিকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ বরিশালে সুরুজ গাজী হত্যার নেপথ্যে যুবদল নেতা উলফাত রানা রুবেলের চাঁদাবাজির ভাগ-বাটোয়ারা!
বরিশালে কী মৌলবাদ-উগ্রবাদের উত্থান ঘটতে যাচ্ছে?

বরিশালে কী মৌলবাদ-উগ্রবাদের উত্থান ঘটতে যাচ্ছে?

বরিশালে কী মৌলবাদ-উগ্রবাদের উত্থান ঘটতে যাচ্ছে?
বরিশালে কী মৌলবাদ-উগ্রবাদের উত্থান ঘটতে যাচ্ছে?

আহমেদ জালাল : বরিশালে কী মৌলবাদ-উগ্রবাদের উত্থান ঘটতে যাচ্ছে? আলামত স্পষ্ট-এ যেনো তালেবানী স্টাইলে মাথা চাড়া দিয়ে উঠছে মৌলবাদী অপশক্তি। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা কী-ই-বা বার্তা দিচ্ছে? বিস্ময়কর হলেও সত্যি-বরিশালের মিডিয়া অঙ্গনেও অনুপ্রবেশকারী এক অপশক্তি মৌলবাদ-মৌলবাদীদের পক্ষে প্রত্যক্ষ কিংবা অপ্রত্যক্ষ হয়ে কাজ করছে!! আহারে..!!! জাতির বিবেক খ্যাত সংবাদকর্মীরা প্রগতির বিপরীতে প্রগতিবিরুদ্ধ প্রতিক্রিয়াশীলের অন্ধকার গলিতে হেঁটে চলছে।
যদিও আরো অনেক আগ থেকে দেশে রাজনৈতিক মদদেই ফণা তোলার অপচেষ্টা করে আসছে এই মৌলবাদী অপশক্তি।
অবশ্য একটি বিষয় সুস্পষ্ট যে- স্বাধীনতার সুফল আমাদের বিরাট জনগোষ্ঠীর ঘরে ওঠেনি। এরফলে ধর্মীয় উগ্রবাদের জন্য একটি উর্বর ক্ষেত্র প্রস্তুত করেছে। বিশেষ করে মৌলবাদী অপশক্তি সাধারণ মানুষের দরিদ্রতা ও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তাদের বিভ্রান্ত করে বিপদগামী করছে।
দিনে দিনে ডালপালা ছড়িয়ে সমাজ প্রগতিবিরুদ্ধ অপশক্তি হৃষ্টপুষ্ট হয়েছে। অপশক্তির ডালপালা ছড়িয়েছে। ‘সাম্প্রদায়িকতার অশুভ বিষবৃক্ষ উৎপাটন করা কী সম্ভব?
স্বাধের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এদের মূল উৎপাটন আজও সম্ভব হয়নি।
একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম চর্চার অধিকার থাকে। কিন্তু কারোরই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার কিংবা মানুষকে বিভ্রান্ত ও বিপথগামী করার অধিকার থাকতে পারে না। আইনের মাধ্যমেই এসব অপব্যবহার রোধ করতে হবে।
ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি আমাদের সবার আচার-আচরণে প্রতিষ্ঠিত এবং মূল্যবোধে পরিণত করা উচিৎ। বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলোর তা চর্চায় আনা। তাদের মধ্যে আইন মানার সংস্কৃতি গড়ে তোলা। আর রাজনীতিবিদদের আচরণ পরিবর্তন ও দায়িত্বশীলতার ওপরই বহুলাংশে নাগরিকের আচরণ নির্ভর করে।
পরিশেষে-সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌলবাদী অপশক্তিকে রুখে দিতে পারে।
লেখক : আহমেদ জালাল,
সম্পাদক, ইউনিভার্সেল নিউজ।

Please Share This Post in Your Social Media

3 responses to “বরিশালে কী মৌলবাদ-উগ্রবাদের উত্থান ঘটতে যাচ্ছে?”

  1. mehraz says:

    great news

  2. admin says:

    Thanks-Dear.
    The collective efforts of all can stop the radical evil forces.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©2022-2026 universalnews24.com
Design By Ahmed Jalal.
Design By Rana