বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি, ইউনিভার্সেল নিউজ, বরিশাল : এই মর্মে মহামান্য উচ্চ আদালত ও সাইবার ট্রাইব্যুনাল এর দৃষ্টি আকর্ষণ করিতেছি যে,আমি একজন পেশাদার সংবাদকর্মী এবং আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। জনৈক খান মাইনুদ্দিন নামক ব্যক্তি তথ্য গোপন করিয়া পুলিশকে ভুল বুঝাইয়া,সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়া এবং ক্ষমতার অপব্যবহারে বাধ্য করিয়া আমার বিরুদ্ধে ১১.০২.২০১৯ তারিখ একটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যাহা আইনটির সম্পূর্ণ অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন।
উক্ত ব্যক্তি ১০.০৯.২০১৭ তে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে (গ্রুপের নাম- কলম যোদ্ধাদের তোলপাড়) খুলিয়া আমাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করে। এবং একইসাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন এডিট করা ছবি দিয়ে কটুক্তি,বাজে মন্তব্য,নোবেল বিজয়ী বিশ্বনেতা সুচি এবং ভারতের প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদীকে জড়িয়ে এডিট করা ছবি, শিশুদের ছবি দিয়ে সরকার দলীয় নামকরণে গুজব লিফলেটের ছবি আপলোড দেয়। আমাকে হয়রানি ও ফেইসবুকে কটুক্তি ও মানহানি করায় এ বিষয়ে আমি ফেইসবুকে লিখে এবং সকল স্ক্রিনশট,প্রমান সহ থানায় লিখিত অভিযোগ করে প্রতিবাদ করলে আমার উপর চুড়ান্ত ক্ষিপ্ত হয় চক্রটি।
আমি আইনের আশ্রয় নিতে তার বিরুদ্ধে গত ২.১০.২০১৭ এবং প্রতিকার না পাইয়া ১৫-০১-২০১৮ তারিখে আবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ডাকযোগে তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করি। এই শত্রুতা থেকে চক্রটি আমি কারাগারে থাকা অবস্থায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। মামলা নম্বর-জিআর/১১৫/১৯-তারিখ (১১/২/১৯) তারিখ । মামলাতে তিনি উল্লেখ করেন যে, আমি তাহার নামে আইডি খুলিয়া ওইসব অপরাধ করিয়াছি, যাহা শতভাগ মিথ্যা। ইতিমধ্যে এ বিষয়টি বিজ্ঞ ট্রাইব্যুনাল সহ সংশ্লিষ্ট সকল বিভাগে লিখিতভাবে সদয় অবগত করা হইয়াছে। আমি সুবিচার পাওয়া এবং মিথ্যা মামলা হইতে পরিত্রাণ পাইতে মহামান্য উচ্চ আদালত ও বরিশালের সাইবার ট্রাইব্যুনাল এর দৃষ্টি আকর্ষণ করছি।
————————————–
নিয়াজ মোহাম্মদ
পেশা: সংবাদকর্মী ও শিক্ষার্থী (শহীদ এডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়, বরিশাল।)
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply