বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল/বরিশাল : পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা সেই যুবক আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার ৩ সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৩ মে) রাতে বাউফল থানার ওসি আরিচুল হক ইউনিভার্সেল নিউজকে বলেন, ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা যুবক আসাদুজ্জামান বাবু ওরফে সোহেল রানা বাবু সহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রগুলো বলছে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাপলাখালী গ্রামের মো. মোফাজ্জেল মৃধা ওরফে মোফা মৃধার ছেলে আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু। তিনি তার নিজের আসাদুজ্জামান বাবু মৃধা নামের ফেসবুক আইডি থেকে হাতের ওপরে রাখা একটি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন।
আটকের আগে তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের সমর্থক বলে দাবি করেন। তবে ফেসবুকে কী কারণে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়েছেন, তা লেখা ছিল না পোস্টে।
ছবি পোস্ট করা আসাদুজ্জামান বাবু আটকের আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ফেসবুক থেকে ওই আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে আমার ফেসবুক আইডিতে পোস্ট করি। কয়েকজন ছবিটা পোস্ট করা ঠিক হয়নি বলে জানালে ডিলিট করে দেই।’
ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করার পর এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিষয়টি ভাইরাল হলে নড়ে চড়ে বসেন প্রশাসন। এবং অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বিশেষ করে বাউফল থানার ওসি আরিচুল হক বিষয়টি গুরুত্বসহকারে দেখে ওই যুবককে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো শুরু করে। এরইপরিপ্রেক্ষিতে তাকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। এক্ষেত্রে বাউফলে শান্তিপ্রিয় নারী পুরুষসহ বিভিন্ন মহল বাউফল থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। এতে প্রশংসিত হন বাউফল থানার ওসি আরিচুল হক। সচেতন মহল বলছেন, বাউফলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে চলছেন ওসি আরিচুল হক।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply