বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম : অভ্যুত্থান, গৃহবন্দি : গুজব উড়িয়ে প্রকাশ্যে এলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষনেতাদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি সমরখনে্দ গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এর মধ্যেই বেইজিংয়ের রাস্তায় সামরিক বাহিনীর বড় গাড়িবহরের সূত্রবিহীন ভিডিও এবং বহু ফ্লাইট বাতিলের খবরকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সেনা অভ্যুত্থান এবং তাঁকে গৃহবন্দি করে রাখার ভিত্তিহীন গুঞ্জন ডালপালা মেলে।
অভ্যুত্থান গুজবের পর প্রথমবার প্রকাশ্যে এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করলেন, চিনা বৈশিষ্ট্য বজায় রেখে নতুন করে জেগে উঠবে সমাজতান্ত্রিক আদর্শ। তিনি মঙ্গলবার বেইজিংয়ে একটি প্রদর্শনী পরিদর্শন করেন। এ মাসে আজারবাইজানের সামারখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে অংশ নিয়ে ফেরার পর এদিন তিনি প্রকাশ্যে এলেন।
আগামী মাসে চীনে ন্যাশনাল কংগ্রেসের ২০তম সামিট। দুর্বল অর্থনীতি, করোনা মহামারি এবং তাইওয়ানকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও এই সম্মেলনে তৃতীয় মেয়াদে ক্ষমতা পাকা করতে পারেন শি জিনপিং। বেইজিংয়ে হতে যাচ্ছে ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ দলীয় কংগ্রেস। সিসিপির গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এ ধরণের গুজব ছড়িয়ে পড়েছে। ২০তম পার্টি কংগ্রেসে ডেলিগেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোট ২২৯৬ জনকে। এর মধ্যে আছেন কমপক্ষে ২০০ জন পূর্ণাঙ্গ সদস্য এবং প্রায় ১৭০ জন বিকল্প সদস্য। তাঁরা শি জিনপিংয়ের ৫ বছর মেয়াদী ক্ষমতা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করবেন। মাও সেতুংয়ের পর এটা এক অপ্রত্যাশিত বিষয় হতে চলেছে। সিসিপি কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যানও শি জিনপিং। তিনি মঙ্গলবার দল ও দেশের গত এক দশকের মহৎ অর্জনগুলোর প্রদর্শনী পরিদর্শন করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
এদিকে, ২০১৮ সালে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা যাবে না, এই বিধান তুলে দিয়ে নিজের ক্ষমতায় থাকার পথ কন্টকমুক্ত করেন তিনি। এর ওপর ভিত্তি করেই অক্টোবরের মাঝামাঝি হতে যাওয়া সিসিপির কংগ্রেস শি-র হাতেই ফের দলের দায়িত্বভার তুলে দিতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply