বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ. গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া গ্রামে স্কুলের পাশের দিঘি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধ করে দেয়ার পর রহস্যজনক কারনে ফের বালু উত্তোলণ শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী দিঘি থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের জন্য অবৈধ ড্রেজার বসিয়েছিলেন মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন সরদার। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর শনিবার দুপুরে গ্রাম পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দেয়া হয়। ওইদিন বন্ধ রাখলেও রোববার (২১ মে) সকাল থেকে অবৈধভাবে দিঘি থেকে বালু উত্তোলণ শুরু করা হয়েছে। এতে হুমকির মুখে পরেছে বিদ্যালয়ের ভবন সহ আশপাশের স্থাপনা।
অপরদিকে উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামে কৃষি জমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলণ করে আসছে স্থানীয় ইউপি সদস্যে খোকন হাওলাদারের ছেলে সাহাব হাওলাদার। এনিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও বন্ধ করা যাচ্ছেনা বালু উত্তোলণ। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply