বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ট্যাবেলটসহ মো. জাহিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিন শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ২৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত ছিলেন।
জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিন) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাহিদুলকে তার নিজ বাড়ির সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও জাহিদুল কাউখালীতে ২০০টি ইয়াবা ট্যাবলেট ও ৬০০ গ্রাম গাঁজাসহ নিহ বসত ঘর থেকে গ্রেপ্তার হয়েছিলেন হন। এছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে তিনটি মাদক মামলা আছে। ওই সব মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত হন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, বরখাস্তকৃত এক কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply