বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

Welcome! Thank you for visiting our newspaper website.
প্রধান সংবাদ :
গৌরনদীতে সম্পত্তি দখলের পাঁয়তারায় চলাচলের রাস্তা কেটে ফেলে নরসুন্দরকে নির্যাতন মানুষ মদিনার ইসলামে বিশ্বাসী, ‘মওদুদীর ইসলামে’ নয় : সালাহউদ্দিন আহমেদ কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন পিএস নূরউদ্দিন অপু বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বানারীপাড়ায় অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই বরিশালে এখন সাংবাদিকতা মানে চা আর কমিশন! ট্রাম্পের ভাষণের সময় ইসরায়েলের পার্লামেন্টে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি তুলেছেন এমপি আইমান ও কাসিফ দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন তারেক রহমান বরিশাল মৎস্যজীবী দলের সভাপতি রুস্তম আলী মল্লিকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ বরিশালে সুরুজ গাজী হত্যার নেপথ্যে যুবদল নেতা উলফাত রানা রুবেলের চাঁদাবাজির ভাগ-বাটোয়ারা!
বরিশাল সিটি : ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রুপন

বরিশাল সিটি : ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রুপন

বরিশাল সিটি : ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রুপন
বরিশাল সিটি : ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রুপন

ইউনিভার্সেল নিউজ : বরিশাল সিটি নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (১০ জুন) বেলা ২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
মেয়র প্রার্থী রুপন বলেন, আমার পিতা বরিশালের সাবেক সফল মেয়র মরহুম আহসান হাবিব কামাল দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর নীতি আদর্শ বুকে ধারণ করে আপনাদের সেবক হিসাবে নিজেকে নিয়োজিত করতে পারার কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে আমি স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছি। পারিবারিক ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত নীতি আদর্শের শিক্ষা কাজে লাগিয়ে নগরবাসীর দুঃখ দুর্দশা লাঘব করে সবার মুখে প্রশান্তির হাসি ফুটাতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, আমি শতভাগ নিষ্ঠা, সততা ও অর্জিত মেধা দিয়ে একটি আধুনিক পরিবেশ বান্ধব, ডিজিটাল, মানবিক বরিশাল নগর উপহার দিতে দৃঢ় সংকল্পবদ্ধ। স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে আমার মূল কর্মপ্রেরণা।
এ সময় তিনি ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে- বরিশাল সিটি করপোরেশনকে মানবিক ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া। সাধারণ নাগরিকদের অধিকার সুরক্ষা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ত্রৈমাসিক ‘মেয়রের জবাবদিহিতা, নগরবাসীর অধিকার’ কর্মসূচি চালু করা। সিটি করপোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত করা। নগরীর হাট বাজারের ইজারা, সিটি করপোরেশনের দরপত্র ও সম্পদ সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালনা করা। সাধারণ জনগণের ওপর বাড়তি পৌরকর আরোপ না করা ও যাদের ওপর অধিক কর ধার্য করা হয়েছে, তা পুনরায় নির্ধারণ করা। জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিকায়ন করা। প্রতিটি ওয়ার্ডে যথাসময়ে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করে নগরকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখা এবং আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ ও নগরী থেকে ময়লা অন্যত্র স্থানান্তর করা। পানযোগ্য সুপেয় পানি ব্যবস্থাপনায় পানি শোধনাগার চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও অনুমোদিত ডিপ টিউবওয়েল সিটি করপোরেশনে যে অর্থ জমা দেওয়া হয়, তা বাতিল করা হবে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বরিশাল নগরীর প্রতিটি খাল দখলমুক্ত করে প্রবহমান পানির সুষ্ঠু চলাচল নিশ্চিত করা।
এছাড়া আরও আছে, টেকসই উন্নয়ন নিশ্চিত করা অর্থাৎ নগরীর প্রতিটি সড়ক ও ড্রেন জনগণের চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সর্বাধুনিক উপায়ে নির্মাণ করা। সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার অংশ হিসাবে নগরীর সব ব্যাটারি চালিত যানবাহনগুলোকে একটি আধুনিক ও মানবিক কাঠামোর মধ্যে নিয়ে আসা ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা। প্রতিটি সড়কে আধুনিক ও দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা। সাধারণ জনগণের নিরাপত্তা ও নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়কে আধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা। নগরীতে সৌন্দর্য বর্ধনে স্থাপনা নির্মাণ করা। ইভটিজিং ও মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা ও যুদ্ধ ঘোষণা করা। অসচ্ছল নারীদের কর্মমুখী কারিগরি শিক্ষা দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী করা। নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নগর মাতৃসদন হাসপাতাল আধুনিকায়ন করা। প্রতিটি ওয়ার্ডে সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে মাসিক মেডিকেল ক্যাম্প চালু করা।
সব ধর্মের মানুষের সমান ধর্মীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া। ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বাড়ানোসহ পবিত্র মাহে রমজানে নগরীর প্রতিটি মসজিদ ও মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এবং অন্যান্য ধর্মীয় উপসানালয়গুলোয় (স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠানসমূহে) সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুদান দেওয়া।
মৃত ব্যক্তির দাফন কাজে সহায়তার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিবহন সুবিধার ব্যবস্থা করা। নগরীর মধ্যে কোনো বেওয়ারিশ লাশ যদি পাওয়া যায় তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে দাফন-কাফনের ব্যবস্থা করা। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা নিশ্চিত করা। নগরীর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বাৎসরিক শিক্ষা ভাতা ও বৃত্তি চালু করা। তরুণ বেকার যুবক-যুবতীদের কারিগরি ও তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া ও সিটি করপোরেশনে ‘আইসিটি ও আউটসোর্সিং সহায়তা কেন্দ্র’ সেল প্রতিষ্ঠা করা। হকারদের পুনর্বাসন ও হোলি ডে মার্কেট চালু করা। অনুন্নত কলোনি ও বাস্তুহারাদের সমান নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, সুপেয় পানি, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেওয়া। বর্ধিত এলাকায় জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতিসহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করা।
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতীয় বীর সন্তানদের পৌরকর ও পানির বিল সম্পূর্ণ মকুফ করা। দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করা ও বিশেষ অঞ্চল ভিত্তিক শিশু পার্ক নির্মাণ করা। বিসিক শিল্পনগরীর আধুনিকায়নসহ ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

নৌকার পক্ষে ভোট চাইছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন!

বিএনপির নেতাকর্মীরা নৌকা ও জাতীয় পার্টির সমর্থনে কাজ করছে বলে এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে রুপন বলেন, আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তার শ্বশুর বাড়ি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে। বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের বাবার বাড়ি আর তার (নৌকার প্রার্থীর) শ্বশুর বাড়ি পাশাপাশি এবং সম্পর্কে তার দুলা ভাই। অনেক অডিও এবং কল রেকর্ড আছে তিনি (বিলকিস জাহান শিরীন) সরাসরি তার দুলা ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন। এছাড়া তার ভাই ফেসবুকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বিভিন্ন ধরনের পোস্টও দিচ্ছেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক নৌকার পক্ষে শতভাগ কাজ করছেন বলেও জোড়ালো অভিযোগ তোলেন রুপন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন। তিনি একসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে ছাত্রজীবনে জড়িত ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি নির্বাচনে অংশ নেওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলের হাইকমাণ্ড। বহিষ্কার কেন করা হয়েছে এমন প্রশ্ন তুলে এটার পেছনেও রহস্য আছে উল্লেখ করে রুপন বলেন, বিএনপির অনেক বড় বড় নেতা আওয়ামী লীগের কাছ থেকে অর্থের বিনিময়ে কাজ করছেন। জাতীয় পার্টির সঙ্গেও অর্থের বিনিময়ে কাজ করছেন। আমার বাবা বিএনপির জন্মলগ্ন থেকে এ শহরে যুবদল থেকে শুরু করে মহানগর ও জেলা বিএনপির সভাপতি ছিলেন, তিনি মেয়র ছিলেন। বিএনপি পরিবারেই আমার জন্ম এখানে দ্বিধাবিভক্তি বা ভাগ করার কিছু নেই, যে আমি বাইরের কেউ এবং বিএনপি পরিবারের সন্তান না। রুপন বলেন, আমি তো আর বলতে পারি না ধানের শীষে ভোট দিয়েছেন যারা নৌকায় ভোট দেবেন তারা। এটা কি কোনো পাগলেও ভোট দেবে। যারা বিএনপিকে ভালোবাসে, তারা কখনো হাতপাখা বলেন, লাঙল বলেন, নৌকা বলেন, তারা ভোট দেবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©2022-2026 universalnews24.com
Design By Ahmed Jalal.
Design By Rana