বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাব হেফাজতে রয়েছেন। শনিবার (১৭ জুন) বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, শনিবার দুপুরে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মাহমুদুল আলমকে দেবীগঞ্জ থেকে আটক করে র্যাব। ঢাকায় আনার পরে তাকে জামালপুরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
‘ভোররাতে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় ইউপি সদস্য লুৎফর রহমানের। বাড়ির পাশে প্রতিবেশী মমতাজ আলীর বাড়ির চারপাশে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের শোরগোল। কাছে গিয়ে জানতে পারেন, ওই বাড়ি থেকে তিন জনকে আটক করেছে র্যাব। তাদের একজন জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তবে অন্য দুজনের বিষয়ে জানতে পারেননি। কেউ কোনও কথাই বলছেন না। সবাই ভীতসন্ত্রস্ত। বাড়িটির চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক সশস্ত্র পাহারা।’ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরতিস্তাপাড়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান এভাবেই চেয়ারম্যান বাবুকে গ্রেফতারের ঘটনা বর্ণনা করছিলেন। তিনি জানান, শনিবার (১৭ জুন) ভোর ৪টা থেকে ৫টার দিকে মমতাজ আলীর বাড়ি ঘেরাও করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে তারা ওই বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান বাবু এবং তার দুই সহযোগীকে আটক করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ ও সদস্য লুৎফর রহমান জানান, নীলফামারী র্যাব-১৩-এর সহযোগিতায় ঢাকা থেকে র্যাব ইন্টেলিজেন্স ইউনিটের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। ওই চেয়ারম্যান বাবুর দূর সম্পর্কের চাচা হন স্থানীয় মমতাজ আলী। তার বাড়ি থেকেই বাবুকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আসা আরও দুই ব্যক্তিকেও আটক করে র্যাব।
স্থানীয় বাসিন্দা মিন্টু প্রধান বলেন, ‘ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত মমতাজ আলীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় পুরো এলাকা থমথমে ছিল। অভিযানের খবর শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘র্যাব এই অভিযানের বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। তবে আমরা স্থানীয়ভাবে শুনেছি, র্যাব এসে চেয়ারম্যান বাবুসহ তিন জনকে আটক করেছে। আটকের পর র্যাব টিম তাদের নিয়ে ঢাকায় রওনা দিয়েছে।’
পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা বলেন, ‘জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিন জনকে র্যাব আটক করেছে এ বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। র্যাব এ বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি এবং সহযোগিতাও চায়নি।
স্থানীয়রা জানান, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জামালপুর অঞ্চলের মানুষ বসবাস করেন। এই সুবাদেই চেয়ারম্যান বাবু তার দূর সম্পর্কের চাচা মমতাজ আলীর বাসায় আশ্রয় নেন। দেবীগঞ্জ সীমান্ত দিয়ে তারা ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply