বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আব্দুল আউয়াল, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী গণধর্ষণের মামলার পলাতক আসামি সোহাগকে(২৩) গ্রেফতার করেছে বরিশাল র্যাব ৮। সোমবার (১৯ জুন) সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে এসময়ে সোহাগ কে আটক করে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়।
প্রসঙ্গত : গত ১১ জুন সলিয়াবাকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি(৩৮) এবং ইয়াসিনের সহায়তায় একই গ্রামের জলিল হাওলাদারের পূত্র সোহাগ (২৩) ও সায়েদ মোল্লার পুত্র মেহেদী (২৭) ঐ ছাত্রীকে জোড় পূর্বক একটি বসত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, বাকি আসামিদের র্যাব,পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply