বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সিটি কর্পোরেশনের হাটখোলা এলাকায় ঐতিহ্যবাহী হাটের জায়গা দখলের পাঁয়তারায় লিপ্ত রয়েছেন নগরীর ৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এবং মের্সাস হাওলাদার আয়রন স্টোরের মালিকপক্ষ মাসুদ হাওলাদার।
সম্প্রতি হাটখোলা চত্বর সংলগ্ন হাটের জায়গা দখল করে মাটিতে শর্টপিলার ও লোহার বিমের খুটির মাধ্যমে স্থাপনা নির্মাণ কাজ শুরুও করেছিল হাওলাদার স্টোরের মালিকপক্ষ। হাওলাদার স্টোরের মালিকপক্ষ কর্তৃক হাটের জায়গা দখল সন্ত্রাসের বিষয়টি স্থানীয় হাটের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার (২২ জুন-২০২৩) সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ কাজের সতত্য নিশ্চিত হন। ওই সময়ে মালিকপক্ষের বিএনপি নেতা মাসুদ হাওলাদারকে হাটের জায়গা দখলের বিষয়ে প্রশ্ন করলে তিনি ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর খান জামাল সাংবাদিকদের বলেন, হাটের জায়গা কেউ দখল করে স্থাপনা নির্মাণ করতে পারে না। তখন কাউন্সিলর জামাল মেসার্স হাওলাদার স্টোরের মাসুদকে ফোনে এ বিষয়ে জিজ্ঞাসা করলে মাসুদ তাকে বলেন কাজ বন্ধ করে নির্মিত স্থাপনা খুলে ফেলা হচ্ছে।
এ প্রসঙ্গে হাটের ইজারাদার চাঁনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ভাই আমি ঢাকায় আছি। হাটের জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। তবে আমি এখনই খোঁজ নিচ্ছি।
এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর হাবীবকে সেলফোনে অবহিত করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার সচেতন মহল হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের পাঁয়তারার বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা পুরোপুরি দখল সন্ত্রাস। অতীতেও এদের বিরুদ্ধে অসংখ্য দখল সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এই দখল সন্ত্রাসীদের কোনভাবেই ছাড় দেওয়া উচিৎ নয়। এ বিষয়ে সচেতন মহল সংশ্লিষ্ট দপ্তরের আশু দৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় অপর একটি সূত্র বলছে, হাটের জায়গা দখলের পাঁয়তারার সঙ্গে স্থানীয় কয়েক ভূমিদস্যু জড়িত রয়েছে। যারা ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময়ে সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িত রয়েছে।
এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় হাট ব্যবসায়ীরা। তারা এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply