বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি দিতে গিয়ে দেড় শতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন,২০২৩) আহতরা ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন। এবং কোররবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।
কেরানীগঞ্জের শিমুল নামের ব্যক্তি সকালে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর আক্রমণে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।
আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। একই ধরনের ঘটনায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৬০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।
অপরদিকে, সকাল থেকে পঙ্গু হাসপাতালে শতাধিক লোক চিকিৎসা নিয়েছেন। তারাও কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে।
এরাবাইরে দেশের বিভিন্নস্থানে কোরবানি দিতে গিয়ে গরুর আক্রমণে আহত হওয়ার খবর মিলেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকম কেসই বেশি।’
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামেও পরিচিত, সেখানে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল ও রগ কাটা পড়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply