বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : প্রকাশ্যে দিবালোকে বরিশাল শহরের ভূমি সন্ত্রাসী হিসেবে পরিচিত মোতালেব চক্র কর্তৃক ল’ কলেজে পড়ুয়া ছাত্রীকে টেনেহিঁচড়ে লাথি, কিল, ঘুষিতে আঘাত করার পাশাপাশি শ্লীলতাহানি করেছে। বরিশাল শহরের কে এই ভূমি দস্যু সন্ত্রাসী চক্রের হোতা মোতালেব? এই মোতালেব চক্রের সঙ্গে কারা জড়িত? এদের নেপথ্যে যোগানদাতাদের নিয়েও প্রশ্ন উঠেছে।


এরা একের পর এক বরিশাল শহরসহ আশপাশ এলাকায় দখল সন্ত্রাসের মাধ্যমে অন্যের ভূমি জবর দখল করে আসছে। এদের বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। এই চক্রের সঙ্গে অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীরাও জড়িত রয়েছে বলে বিভিন্ন সূত্রের ভাষ্য। গত ২৪ জুন এই চক্রটি বরিশাল শহরের সিএন্ডবি ১ নম্বর পুল লাগোয়া নামকস্থানে আদালতে বিচারাধীন মামলা থাকা বিরোধীয় বিশাল সম্পত্তি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে দখলে নিয়েছে। স্থানীয় পুলিশকে ম্যানেজ করেই চক্রের অন্যতম সদস্য কাশিপুরের তেতুলতলা এলাকার মাসুম, সিএন্ডবি রোডের হাবিবুল্লাহ, মাদক কারবারী রিয়াজ ভুইয়ার নেতৃত্বে সন্ত্রাসী স্টাইলে বিরোধীয় এই সম্পত্তি দখলে নিয়েছে। এভাবেই স্থানীয় পুলিশকে ম্যানেজ করেই ভূমি সন্ত্রাসী চক্রটি ধারাবাহিকভাবে দখল সন্ত্রাসসহ নানাবিধ অন্যায় অপকর্ম চালিয়ে আসছে।
আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান করলেই এই চক্রের যতসব অপকর্মের আদ্যপান্ত বেড়িয়ে আসবে। বিস্ময়কর বিষয় হচ্ছে-ভূমি সন্ত্রাসী মোতালেব, সিএন্ডবি রোডের হাবিবুল্লাহ, কাশিপুরের তেতুলতলা এলাকার মাসুম, চিহৃিত মাদক কারবারী রিয়াজ ভুইয়া সহ ৩০/৩৫ জনে গড়ে উঠা সিন্ডিকেট চক্রটি ইতোমধ্যে অন্তহীন অপরাধের জন্ম দিয়েও অদৃশ্য কারণে পাড় পেয়ে যাচ্ছে। ওয়ান ডেভেলপার প্রতিষ্ঠানের নামের চাউর ঘটিয়ে এরা ভূমি সন্ত্রাসী কাজ চালিয়ে আসছে। সিএন্ডবি রোড ১ নম্বর পুল এলাকায় এদের অফিসও রয়েছে। এরবাইরেও এদের অফিস রয়েছে। দ্রুত এদের লাগাম টেনে না ধরলে চক্রটি আরো বেপরোয়া হয়ে অব্যাহতভাবে দখল সন্ত্রাসসহ নানা ধরণের অপরাধের জন্ম দিবে।
এদেরকে চিহৃিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগী। এজন্য বরিশালের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন তারা। বিশেষ করে বরিশাল র্যাব এর আশু দৃষ্টি কামনা করেছেন শান্তিপ্রিয় নারী পুরুষ।


বরিশাল শহরের ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় সাবেক সার্ভেয়ার ভূমি দস্যু হিসেবে পরিচিত মোতালেব বাহিনীর নেতৃত্বে প্রকাশ্যে এক তরুণীকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার তরুণী বরিশাল ল’ কলেজের ছাত্রী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
নির্যাতনের শিকার তরুণী বলেন, ‘আমাদের বাসার সামনেই সিটি কর্পোরেশনের ম্যাপভুক্ত চলাচলের পথ। যুগ যুগ ধরেই পথটি এলাকার মানুষ ব্যবহার করে আসছে। গত ২৬ জুন বিকেলে আমাদেরই প্রতিবেশী সাবেক সার্ভেয়ার মোতালেব হাওলাদার তার লোকজন নিয়ে এসে চলাচলের সেই পথে দেয়াল দিচ্ছিলেন। কী কারণে হঠাৎ দেয়াল দিচ্ছেন তা জানতে ঘর থেকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি।
এ সময় মোতালেব ও তার সহযোগী শাওন, সজল, মানিকের নেতৃত্বে ১৭-১৮ জনের একটি দল এসে গালিগালাজ করতে করতে প্রথমে আমার হাতের মোবাইল নিয়ে নেয়। এরপরই লাথি মেরে আমাকে মাটিতে ফেলে নির্যাতন শুরু করে।
তিনি বলেন, ‘আমার শরীরে থাকা জামা-কাপড় টেনে ছিড়ে ফেলে। শরীরের বিভিন্নস্থানে অশ্লীলভাবে হাত দেয়। মারধরে আমি অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরা আমাকে মাটিতে ফেলে রাখে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে মোতালেব সার্ভেয়ারের সন্ত্রাসীরা গাড়ি আটকে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িটি ছাড়িয়ে দেয়। সেই দিনই বিকেলে হাসপাতালে এসে আমাকে হুমকি দিয়ে গেছে সার্ভেয়ারের লোকজন। বলে গেছে, এলাকায় থাকতে হলে তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলি।’
আহত তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে মারধর করে অজ্ঞান অবস্থায় মাটিতে ফেলে রাখে মোতালেব সার্ভেয়ারের লোকজন। আমাকেও তারা মারধর করে। পুলিশ এসে হামলার সকল প্রমাণাদি পায়। কিন্তু তারা হামলাকারীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’ তিনি বলেন, ‘আমরা বাড়িতে ফিরতে পারছি না। পুরো পরিবার নিয়ে আমরা অসহায় অবস্থায় রয়েছি।’
বরিশাল মেট্রোর বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, এ ঘটনার থানায় একটি মামলা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply