বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) লাগোয়া মোল্লা ছাত্রী নিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষার্থীর নাম শাহরিন রিভানা (২০)। তিনি ববির ২০২১-২২ সেশনের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পিরোজপুর জেলার সোহাগদল এলাকার বাসিন্দা আলতাফ মাসুম ইসলাম শাহীনের মেয়ে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি রুমে শাহরিন একা বাস করতেন। তাই অন্য মেস শিক্ষার্থীদের সঙ্গে তার যোগাযোগ কম ছিলো। দু’দিন ধরে তাঁর খোঁজ না পেয়ে বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় ছাত্রীর বাবাসহ কয়েকজন ছাত্রী নিবাসে যায়। তখন রুম ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে মেয়ের মরদেহ ঝুলতে দেখতে পান বাবা। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ববি প্রক্টর খোরশেদ আলম জানান, মরদেহের ধরন দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে।শাহরিন একা বসবাস করতো। তাই অন্য শিক্ষার্থীরা দুই তিন দিনে তাঁর কোনো খোঁজ নেয়নি।
রিভানার স্বজনরা জানিয়েছেন, দু’দিন আগে রিভানার সঙ্গে তাঁর মায়ের মোবাইলে কথা হয়। তখন তার মা রিভানাকে জানিয়েছিল তারা বরিশালে ডাক্তার দেখাতে আসবেন। আজকে ডাক্তার দেখিয়ে মেয়ের মেসে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে আটকানো। পরে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ পায়।
বন্দর থানা পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply