বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌতম কুমার : ঝালকাঠির গোয়ালকান্দা গ্রামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে ভারতে পলাতক ধীরেন্দ্র নাথ হাওলাদার এর পুত্র কালু তথ্য গোপন করে পিরাজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন থেকে জালজালিয়াতির মাধ্যমে তৈরিকৃত অসত্য-জন্ম নিবন্ধন সনদ নিয়েছে। এই জালজালিয়াতির সনদ বাতিলের দাবিতে ঝালকাঠির গোয়ালকান্দা গ্রামের পুত্র সুশান্ত কুমার উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালের ৯ সেপ্টেম্বর ঝালকাঠির নিজ বসতগ্রাম গোয়ালকান্দা থাকাবস্থায় ধীরেন্দ্র নাথ হাওলাদারসহ ১৩ জন আসামি জমি সংক্রান্ত বিরোধে সুশান্ত কুমার এর বসত বাড়িতে হামলা চালিয়ে তার পিতা সুকুমার চন্দ্র খরাতীকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর ২৩ বছর ধরে ভারতে পালিয়ে গিয়ে অবস্থান করে আসামিরা। পলাতক থাকাবস্থায় ধীরেন্দ্র নাথ হাওলাদারের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
নিহতের পুত্র সুশান্ত কুমার লিখিত অভিযোগে উল্লেখ করেন যে-আসামিগন তাদের স্ব পরিবারে পলাতক থাকায় বাংলাদেশে তাদের কোন নাগরিত্ব কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকিয়াও আসামি ধীরেন্দ্র নাথ হাওলাদার ভারতে পলাতক থেকে তার পুত্র কালু হাওলাদার ঝালকাঠির ৫ নং কৃতিপাশা ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা উপায়ে জন্ম সনদ সংগ্রহ করার চেষ্টা করে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর পাশ্ববর্তী পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচয় গোপন করে জালজালিয়াতির মাধ্যমে অসত্যভাবে জন্ম সনদ হাসিল করেছে। যা সম্পূর্ন আইন পরিপন্থিভাবে এহেন অপরাধের জন্ম দিচ্ছে। এক্ষেত্রে অভিযোগে তীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালাদারের দিকে।
সূত্র জানায়- মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জালজালিয়াতির মাধ্যমে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির পুত্র কালু আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ থেকে সনদ নিয়েছে।
এ বিষয়ে নিহতের পুত্র সুশান্ত কুমার ইউনিভার্সেল নিউজকে বলেন, এই জালিয়াতি সনদ দেওয়ার বিষয়ের সঙ্গে চেয়ারম্যানসহ যারাই জড়িত থাকুক না কেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি কামনা করছি। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করছি। তিনি আরাে বলেন, আমি জালিয়াতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ প্রসঙ্গে চেয়ারম্যান মিঠুন হালদারের ব্যক্তিগত সেলফোনের 01712280013 নাম্বারে কয়েকদিন ধরে অসংখ্যবার ডায়াল করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply