বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : নিখোঁজ হওয়ার ১৭দিন পর পটুয়াখালীর বাউফলে নবারুন সার্ভে ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র হৃদয় কবিরাজের (২৪) গলিত লাশ ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ১১ জুলাই রাতে তিনি নিখোঁজ হন। নিহত হৃদয় বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাসিন্দা হরেন্দ কবিরাজের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে জাফর খান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হৃদয়ের মরদেহ ও মটর সাইকেল উদ্ধার করে বাউফল থানা পুলিশ। আটক জাফর উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসেম খানের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে জাফর খানের স্বীকারোক্তি ও স্থান নির্ধারণের মাধ্যমে প্রথমে হৃদয় কবিরাজের মোটরসাইকেলটি বাউফল সদর ইউনিয়নের দাশপাড়া ৩নং ওয়ার্ডের সীমান্তবর্তী খালের ব্রিজের পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদয় কবিরাজের গলিত লাশ ওই ব্রিজ সংলগ্ন উওর পাশে কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফর জানিয়েছে প্রেম সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে হৃদয় কবিরাজকে হত্যা করা হয়।
থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত ১১টার দিকে এক বড় ভাইয়ের ফোন পেয়ে ঘর থেকে বের হলে আর বাড়ি ফিরেনি হৃদয়। পরে হৃদয় কবিরাজের বাবা হরি কবিরাজ ১৩ জুলাই নিখোঁজের ঘটনা তুলে ধরে বাউফল থানায় সাধারন ডায়েরি করেন। পুলিশ নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলে জাফর নিজেকে নিরপরাধ প্রমাণ করে ছাড়া পেয়ে যায়।
এদিকে, হৃদয় নিখোঁজ ঘটনার সাথে ঘাতক জাফরই জড়িত এমন তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ পূণরায় জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রেমিকা সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে হৃদয় কবিরাজ কে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডে সাথে জড়িত জাফর খানের স্বীকারোক্তি অনুযায়ী নিখোঁজ হৃদয় কবিরাজের লাশ ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এবং এঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply