বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : পটুয়াখালী জেলার বাউফল শহরে ইসলামী শিশু শিক্ষার আলো ছড়াচ্ছেন বাউফল মদিনাতুল উলুম নূরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা। প্রতিনিয়ত প্রতিষ্ঠানটি শিশু শিক্ষার আলো ছড়িয়ে সুনাম-সুখ্যাতি সর্বত্র উত্তরোত্তর বেড়েই চলছে। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ধারা অব্যাহত রেখেছেন।
বাউফল মদিনাতুল উলুম নূরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসায় বিভিন্ন বিভাগে ভর্তি চলছে। এখানে মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা রয়েছে। এবং থাকা ও খাওয়ারও সু ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত সুনামের সাথে চলছে। পটুযাখালীর জেলার উদোগে আয়োজিত (২০২২) হুফফাজুল কুরআন জাতীয় প্রতিযোগিতায় বাউফল মদিনাতুল উলুম নূরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসাটি প্রথম স্থান অধিকার করেছে।

আপনি কি আপনার আদরের সন্তানকে নিয়ে ভাবছেন?
কিভাবে আপনার প্রিয় সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন?
কিভাবে তাকে মহান আল্লাহ তা’য়ালার ঐশীবানী মহাগ্রন্ত আল কুরআন এর হাফেজ বানাবেন? আর নয় ভাবনা, আর নয় দুশ্চিন্তা। ইনশাআল্লাহ, আমরা আছি, আপনার পাশে।
সন্তান আপনার, দায়িত্ব আমাদের, আপনার সন্তানের সুন্দর এবং দ্বীনী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।
আপনার সন্তানকে সহিহ শুদ্ধ কুর’আন তিলাওয়াতকারী এবং আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে আমরা রুচিশীল অভিভাবকদের জন্য গড়ে তুলেছি সুন্দর, মনোরম, নিরিবিলি ও নিরাপদ পরিবেশ,
যা আপনাদের সন্তানদের জন্য খুবই উপযোগী হবে বলে আশা করি… ইনশাআল্লাহ।
যোগাযোগ করুন।
প্রতিষ্ঠাতা : হাফেজ মাওলানা মো: আনিচুর রহমান।
যোগাযোগ : 01714-739625, 01919739625
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply