বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে বিদ্যুত সরবরাহ লাইনের তারে জড়িয়ে বাসার ছাদ থেকে পড়ে সুমাইয়া (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে কালাইয়া সিনেমাহল সংলগ্ন অধ্যাপক কবিরুজ্জামানের বাসার ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনায় কিশোরী প্রাণ হারায়।
এদিকে, মঙ্গলবার (১৫ আগস্ট) কি মরদেহের ময়না তদন্ত শেষে কালাইয়ার শৌলা নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়, হাসাপাতাল সহ বিভিন্ন সূত্র জানায়, উপজেলার কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কবিরুজ্জামানের বাসায় থেকে লেখাপড়া করছিল সুমাইয়া। সুমাইয়া কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের সেলিম ও আসমা দম্পতির সন্তান। দীর্ঘদিন থেকে সুমাইয়ার মা ও বাবা আলাদা থাকার কারনে সুমাইয়াকে অধ্যাপক কবিরুজ্জামান তার বাসায় এনে লালন পালন করছিলেন। ঘটনার সময় সুমাইয়া ওই বাসার ৩য় তলার ছাদে যায়। তখন বাড়ি সংলগ্ন বিদ্যুত সরবরাহ লাইনের তারে জড়িয়ে সুমাইয়া সামনের সড়কে ছিটকে পরে। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply