বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম: চিকিৎসা বিজ্ঞানে ২০২২ সালের ফিজিওলজি বা দেহতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভান্তে পাবো। বিলুপ্ত হোমিনিনির জিন নিয়ে গবেষণার মধ্য দিয়ে মানব বিবর্তনের অজানা জ্ঞানে আলো ফেলা সুইডিশ এই বিজ্ঞানী এবারের চিকিৎসায় নোবেল পুরস্কার। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার (৩ অক্টোবর) বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে।
পুরস্কারের অর্থমূল্য বাবদ স্ভান্তে প্যাবো পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।
গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেন। সূর্যের ঊষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে, তার গবেষণায় এই গবেষকরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর।
চিকিৎসায় নোবেলের মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হল। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সর্বশেষ ১০ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম।
‘বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম’ সম্পর্কিত আবিষ্কারের জন্য সুইডেনের গবেষক ও বিজ্ঞানী সান্তে প্যাবো ২০২২ সালের ফিজিওলজি বা দেহতত্ত্বে নোবেল পুরস্কার লাভ করেছেন। হোমিনিনি বা একটি আদিম উপজাতি, যা মূলত মানব হিসেবে বিবেচিত হয় এবং যা মানুষের সরাসরি পূর্বপুরুষ বা মানুষের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সেই প্রজাতিগুলোকে বোঝায়। ফিজিওলজি বা মেডিসিনে নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান যখন সান্তে প্যাবোর নাম পড়েন তখন হলটিতে উল্লাস ছড়িয়ে পড়ে। পুরস্কারের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘অগ্রগামী গবেষণার মাধ্যমে, সান্তে প্যাবো যা অর্জন করেছেন, তা কেউই ভাবতে পারেনি : নিয়ানডার্থালের জিনগত ভরের ম্যাপিং, বর্তমানে জীবিত মানুষের বিলুপ্ত আত্মীয়।
’ নোবেল কমিটি প্রায় ৭০ হাজার বছর আগের আফ্রিকা থেকে অভিবাসনের পরে হোমো সেপিয়েন্স এবং আমাদের বিলুপ্ত আত্মীয়দের মধ্যে ক্রস সম্পর্কিত প্যাবোর অনুসন্ধানগুলোও তুলে ধরে।
বিলুপ্ত মানব ফর্ম থেকে জিন প্রবাহ, যা আফ্রিকার বাইরে এখন জীবিত মানুষের মধ্যে দেখা গেছে যে সংক্রমণের বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষার জন্য অন্য জিনিসগুলোর মধ্যে একধরনের শারীরবৃত্তীয় তাৎপর্য রয়েছে। প্যাবোর আবিষ্কারগুলো গবেষণা প্যালিও-জেনেটিক্স বা আদিম প্রজননশাস্ত্রের দুনিয়ায় একটি সম্পূর্ণ নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করেছে বলে জানায় নোবেল কমিটি।
স্ভান্তে প্যাবো (সান্তে, সুভান্তে প্যাবো) ১৯৫৫ সালের ২০ এপ্রিল স্টকহোমে জন্মগ্রহণ করেন। এর আগে তার বাবা বায়োকেমিস্ট সুনে বার্গস্ট্রোমও নোবেল পুরস্কার লাভ করেন।
তিনি ১৯৮৬ সালে উপসালা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জুরিখ বিশ্ববিদ্যালয় এবং পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলেতে পোস্ট-ডক্টরাল সম্পন্ন করেন। তিনি ১৯৯০ সালে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত হন। প্যাবো ১৯৯৯ সালে ‘বিবর্তনীয় নৃবিজ্ঞান’-এর জন্য ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট, লিপজিগ প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি বর্তমানেও কর্মরত রয়েছেন। ২০২০ সাল থেকে তিনি জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একজন সহযোগী অধ্যাপক হিসেবেও কর্মরত রয়েছেন।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস এবং আরডেম প্যাটাপোটিয়ান যৌথভাবে ফিজিওলজি বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁরা শরীরের কোষে ‘রিসেপ্টর’ আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছিলেন, যা দেহের তাপমাত্রা এবং স্পর্শ উপলব্ধি করতে সহায়তা করে।
এদিকে, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথি উপস্থিত ছিলেন না। এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।
উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক, যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান-প্রতি বছর ৫টি বিষয়ে যারা বিশেষ আবদান রাখবেন তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ওই ৫ বিষয় হলো- চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় অনেক পরে ১৯৬৮ সালে। ব্যাংক অব সুইডেন আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার চালু করে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply