বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বাউফলের চন্দ্রপাড়া গ্রামের সেই চাঁদাবাজ মমিন খান ওরফে চৌকিদার এবার চাঁদার দাবিতে দুই লাখ টাকার রোপিত ধান উপরে ফেলেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মমিন খান ওরফে মমিন চৌকিদার স্থানীয় সাইফুল এর কাছে দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা দিতে অস্বীকার করায় মমিন চৌকিদার সাইফুলের উপর আক্রোশ পোষণ করতে থাকে। চাঁদা না দেওয়ায় গত ২৩ আগস্ট মমিন চৌকিদার, মামুন জাকির সিকদার, শহীদ মৃধা সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল সহ সাইফুলের রোপনকরা চন্দ্রপাড়া মৌজার ১৬২ খতিয়ানের ৫৭ করা সম্পত্তির সম্পূর্ণ ধান উপড়ে ফেলে। সাইফুলের প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে।
ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এই যদি হয় একজন চৌকিদারের কর্মকাণ্ড তাহলে সাধারণ মানুষ কিভাবে এলাকায় বসবাস করবে। মোমিন চৌকিদার একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, চাঁদাবাজি চালিয়ে এলাকায় বহাল তবিয়াতে রয়েছে। স্থানীয়রা বলছেন, প্রশাসন কি দেখছেন না মোমিন চৌকিদারের কর্মকান্ড। স্থানীয় জনগণ প্রশাসনের কাছে জবাব চাচ্ছে আর কত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড মমিন চৌকিদার চালাবে এই এলাকায়।
এ ব্যাপারে সাইফুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মমিন চৌকিদারের অপকর্মের কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এই মমিন চৌকিদারকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply