বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম: ঝালকাঠিতে মাথায় গাছের ডাল পড়ে প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তাঁর নাম মনির হোসেন (৪০)। তিনি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বরিশাল থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঝালকাঠি ফেরার পথে রাস্তার পাশের রেইন্ট্রি গাছের ডাল পড়ে তিনি নিহত হন। সোমবার (৩ অক্টোবর) রাতে সোয়া ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, মনির হোসেনের বাড়ি রাজাপুরের বড়াইয়া এলাকায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে ঝালকাঠি শহরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে স্ত্রীসহ যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ বিকট শব্দের পরে চিৎকার শুনে দৌড়ে গেলে তাঁরা দেখেন ষাটপাকিয়া বাজারের কিছু দূরে রাস্তায় এক ব্যক্তির নিথর দেহ। এবং পাশে বসে গুরুতর আহত হয়ে যন্ত্রনায় কাদরাচ্ছেন এক নারী। এরপর উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে একজন সরকারি চাকরিজীবী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply