বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালীর বাউফলে বলাৎকারে অভিযুক্ত হাফেজ সেলিম গাজী (৪০) অবশেষে র্যাবের খাঁচায় বন্দী হয়েছে। গ্রেপ্তারকৃত হাফেজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডার গার্টেন মাদরাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক। এই হাফেজের বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিহত আল-রাফির বাবা মোঃ রেজাউল করিম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একই রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এরআগে রোববার বিকেল সাড়ে ৫টায় হাফেজ সেলিমের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় নিহত ছাত্র রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শিশু শিক্ষার্থী আল-রাফিকে মাদ্রাসার পরিচালক হাফেজ সেলিম গাজী বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিল। এতে গত তিন সপ্তাহ আগে ছাত্রটি পেটের ব্যথা সহ নানা ব্যাধিতে আক্রান্ত হলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর তারা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় ছাত্রটির মলদারে ক্যান্সার ধরা পড়ে। পরে ঢাকার মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত শিশু আল-রাফি উপজেলার নাজিরপুরের বড় ডালিমা গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল আকনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র ছিল।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply