বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় মো. জহির হোসেন অন্তু (৩০) নামের জাতীয় ছাত্রসমাজের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজ ছাত্রী জেলার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাস্ট্র বিজ্ঞানের সম্মান (অনার্স) প্রথম বর্ষের ছাত্রী। ওই কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সোমবার (৩ অক্টোবর) থানায় মামলা দায়ের করেন।
ভাণ্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, ভূক্তভোগী কলেজ ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় জহির উদ্দিন কে রাতে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, জহির হোসেন অন্তু ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার সরদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মোশারেফ সরদার। অন্তু জাতীয় পার্টির (জেপি- মঞ্জু) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের উপজেলা কমিটির সদস্য সচিব।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, কলেজ ছাত্রীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে অন্তুর। বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তু গত ১৫ এপ্রিল থেকে ওই ছাত্রীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এখন বিয়ে কথা বললেও তিনি অস্বীকার করছেন। এরপর ওই ছাত্রী অন্তুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভাণ্ডারিয়া উপজেলা ছাত্র সমাজের (জেপি- মঞ্জু) আহ্বায়ক রাহাত জমাদ্দার জানান, অন্তু ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিবের দায়িত্বে আছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply